শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গভীর রাতে অন্যের গাছ থেকে সুপারি পাড়াকালে গাছ থেকে পড়ে মো. সিরাজ সিকদার (৭০) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ভোরে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিন মজুরের কাজ করে সংসার চালাতেন সিরাজ সিকদার। বুধবার দিবাগত গভীর রাতে বাড়ির পাশের অন্যের বাগানের সুপারি গাছ থেকে সুপারি পারার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে। নিহত সিরাজ সিকদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, গবীর রাতে অন্যের সুপারি পাড়তে গিয়ে ২৮ ফুট উপর থেকে গাছ ভেঙ্গে গাছ সহ নিচে পরেই তাৎক্ষণিক কচুয়া গ্রামের সিরাজ সিকদারের মৃত্যু হয়। তার দুই ছেলে বিদেশে থাকে। তার স্বভাব দোষে এমন ঘটনা ঘটেছে।
কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জনান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এ ব্যাপারে একটি অমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।