বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় খোলা বাজারে ভোক্তা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুর হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কাঠালিয়া উপজেলা মোড়ের পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ও উপজেলার বাইপাস মোড়ে এ চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুুল হক নাহিদ সিকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, উপজেলা খাদ্য পরিদর্শক শ্যাম লাল দত্ত, আমুয়া খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দীন প্রমূখ।
উপজেলায় ১লা সেপ্টেম্বর থেকে ০২জন ডিলার ২১ দিন খোলা বাজারে সুলভ মূল্যে চাল বিক্রি করবেন। প্রতি কেজি চাল ডিলারগণ সরকারে কাছ থেকে ২৮টাকা কেজি দরে ক্রয় করে ভোক্তা পর্যায়ে ৩০টাকা দরে বিক্রি করে। ১জন ভোক্তা সর্বচ্চো ৫ কেজি করে চাল কিনতে পাবেন। যে সকল পরিবারের কাছে টিসিবির পণ্য কেনার কার্ড রয়েছে তাদের কার্ড নিয়ে ডিলারের কাছ থেকে ৫ কেজি করে চাল কিনতে পারবে তবে, টিসিবির কার্ডধারীরা মাস দু’দিন চাল কিনতে পারবেন। সপ্তাহে শুক্র-শনিবার ব্যতিত ৫দিন চাল খাদ্য বিভাগের নির্ধারিত পয়েন্টে বিক্রি করা হবে।