শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
মায়ের সঙ্গে অভিমান করে ঝালকাঠির কাঠালিয়ায় মো. নাজমুল হাওলাদার (১৫) নামে ৯ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী কীটনাশক পান করে আত্ম‘হ’ত্যা করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। শনিবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাজমুল ওই গ্রামের মো. নিজাম উদ্দিন হাওলাদারের ছেলে এবং কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজন সাবেক ইউপি সদস্য মো. ছগির হোসেন জানান, শনিবার দুপুরে ঘরে থাকা কিটনাশক পান করে নাজমুল। অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে সে মারা যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে বরিশালে মারা যাওয়ায় সেখানে ময়নাতদন্ত হয়েছে এবং অন্যান্য আইনী প্রক্রিয়া কোতওয়ালী থানা করেছেন।