রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজ ছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা হয়েছে।
নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে বুধবার (২৩ জুন) বিকেলে কাঠালিয়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
এতে নবনির্বাচত ইউপি সদস্য মজিবর রহমানসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করা হয়।
মামলার এজাহারভুক্ত আসামী আলিম সিকদার (৫৫), মালেক (৬০), সিরাজ সিকদার (২৪) ও শাহজাহার (৫২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, নির্বাচন পরবর্তী বিজয়ী ও পরাজিত দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে কলেজ ছাত্র আরিফ হোসেন নিহত হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার তাৎক্ষনিক এজাহারভুক্ত চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে আলিম বরিশাল শেরই বাংলা হাসপাতালে ও মালেক আমুয়া হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।
এবং সিরাজ ও শাহজাহানকে আদালতের মাধ্যমে ঝালকাঠি জেল-হাজতে প্রেরন করা হয়েছে।