বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় করোনায় আক্রান্ত হয়ে সুনীল চন্দ্র বৌদ্ধ(৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে।
রোববার ভোর রাতে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুনীল চন্দ্র বৌদ্ধ উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি গ্রামের বাসিন্দা ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার জানান, সুনীল চন্দ্র অসুস্থ অবস্থায় গত শুক্রবার ভর্তি হয়। শনিবার তার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট পজেটিভ আসে। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হলে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১৮ জনের নমূনা পরীক্ষা করা হলে ১১ জন শনাক্ত হয়।