শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা ছয়ঘর গ্রামে মো. রুবেল খান (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত রুবেল ওই গ্রামের মৃত আব্দুল বারেক খানের ছেলে। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৭ বছর পূর্বে আব্দুল বারেক খান এবং তিন বছর পূর্বে তার অপর এক ছেলে রাসেল দূর্বৃত্তের হাতে খুন হন। এনিয় একই পরিবারের তিন বাপ-পুত্র খুন হলো।