রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউপিতে নব-নির্বাতি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহনের প্রথম সভা একযোগে বুধবার সকাল ১০টায় স্ব-স্ব পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। সভায় সদস্যদের ভোট বা সমর্থনে প্রত্যেক ইউনিয়নে তিনজন করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হরা হয়। এছাড়া পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো, উন্নয়ন ও বরাদ্ধ সুষ্ঠু ও সমভাবে বন্টনের লক্ষ্যে বিধি অনুযায়ী কমিটি গঠন করা হয়।
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সিনিয়র সহসভাপতি মো. মাহমুদ হোসেন রিপন বলেন, ইউনিয়ন পরিষদ আইন ২৯ (১) ধারা অনুযায়ী শপথ গ্রহণের পর প্রথম সভার মধ্য দিয়েই নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করে থাকেন।
এ লক্ষ্যে আমরা পরিষদের প্রথম সভায় একজন নারীসহ তিনজন প্যানের চেয়ারম্যান নির্বাচিত করেছি এবং বিধি মোতাবেক ষ্টাডিং কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার মহোদয়ের নির্দেশনায় উপজেলা সকল ইউনিয়নে একযোগে প্রথম সভা আহবান করা হয়।