রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৮৯ লক্ষ ৯৩ হাজার ৪৬৪ টাকায় ব্যয় এবং ৩ লক্ষ ৫ হাজার ৬৯৫ টাকা উধ্বৃত্ত দেখিয়ে বাজেট পেশ করেন ইউপি সচিব মো. মোস্তাফিজুর রহমান খান।
বাজেট সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুল আলম, শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মামুন, আওয়ামী লীগ নেতা ওজিউল্লাহ খান বাদল, সৈয়দ সুলতান আহম্মেদ, ইউপি সদস্য মোস্তফা কামাল, নাসির উদ্দিন আকাশ ও সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন প্রমূখ।
এ সময় সাংবাদিক, শিক্ষক, সমাজ সেবক, ইমামসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।