বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ক ২দিন ব্যাপী মেলার উদ্বোধন ও আলোচনা সভা শনিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযাদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকোনুজ্জামান প্রমূখ।
মেলায় সরকারি দপ্তরের ২৬ স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থাপন করেছে।