বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিস।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।