শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ফাতিমা খানমকে অফিস চলাকালিন অবস্থায় ইভটিজিং, শ্লীলতনাহানি ও মারধর করার অভিযোগে প্রসান্ত কুমার দাস (২৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত প্রসান্ত কুমার দাস উপজেলার আমুয়া গ্রামের শুখরঞ্জন দাসের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ফাতিমা খানমকে অফিস চলাকালিন অবস্থায় ইভটিজিং, শ্লীলতনাহানি ও মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমানিত হওয়ায় অভিযুক্ত আমুয়া গ্রামের শুখরঞ্জন দাসের পুত্র প্রসান্ত কুমার দাসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, আমুয়া এলাকার শুখরঞ্জন দাসের ছেলে প্রশান্ত দাস স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সকে প্রায়ই উত্যক্ত করতো। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কয়েকজন নার্স অভিযোগও করেন। এতে ক্ষিপ্ত হয় প্রশান্ত। বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে অন্তঃসত্তা ওই নার্সকে উত্যক্ত করার সময় অন্য নার্সরাও প্রতিবাদ করে। এক পর্যায়ে প্রশান্ত ওই নার্সকে মারধর করে। এ সময় স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত নার্সরা ওই যুবককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সতত্যা পেয়ে প্রশান্তকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে কাঠালিয়া থানায় সোপর্দ করা হয়।