রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় অতিদারিদ্রের কর্মসংস্থান (চল্লিশ দিন) কর্মসূচির কাজ শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকে ধাক্কায় অর্চনা রানী (৩৫) নামে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত অর্চনা রাণী শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের বিধান মিস্ত্রির স্ত্রী।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, অর্চনা রাণী চল্লিশদিন কর্মসুচিতে রাস্তায় কাজ করতো। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় দোগনা বাজার থেকে ভান্ডারিয়াগামী যাত্রীবাহী বেপরোয়া একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুর আহত হয়।আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু ঘটে।