মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ইউনিয়ন পরিষদ থেকে সাপ উদ্ধার

কাঠালিয়ায় ইউনিয়ন পরিষদ থেকে সাপ উদ্ধার

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটি বিষধর সাপ ও ১০-১২টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার পরিষদের সিঁড়ির নিচ থেকে সাপ ও সাপের ডিম উদ্ধার করে এক সাপুড়ে। এসময় স্থানীয় লোকজন বিষধর সাপটি ও সাপের ডিম দেখার জন্য ভীড় জমায়।

ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন আকাশ জানান, পরিষদের সিঁড়ির নিচ থেকে খইয়া জাতের এক বিশাল সাপ ও সাপের ডিম চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন সাহেবের সহযোগীতায় স্থানীয় সাপুড়ে সুশান্ত চন্দ্র হালদার উদ্ধার করেছেন।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, ইউনিয়ন পরিষদের সিঁড়ির নিচ ভেঙ্গে গর্ত হয়ে যাওয়ার কারণে সেখানে সাপটি বাসা বেঁধেছিল। কয়েকদিন আগে এক রাতে নৈশ প্রহরী সাপটি দেখে আমাকে জানায়। পরে আমি স্থানীয় সাপুড়ে সুশান্ত চন্দ্রকে খবর দিলে শুক্রবার সাপ ও সাপের ডিম উদ্ধার করতে সক্ষম হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana