বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ”ইঁদুরের দিন শেষ,গরবো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের মাঠে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.ইব্রাহিম, সাংবাদিক ফারুক হোসেন খান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.জামাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো.সেলিম মোল্লা, উপসহকারি কৃষি অফিসার মো.হাছিবুর রহমান, বখতিয়ার উদ্দিন শান্ত, আসাদুজ্জামান খোকন, জাহিদুল ইসলাম, অদিতি রানী, মহিবুল্লাহ সিফাত, অনুপম হাওলাদার, সুমাইয়া শারমিন ও কৃষক মো.দুলাল হোসেন প্রমূখ।
আরও পড়ুন : কাঠালিয়ায় বিনামুল্যে সার-বীজ বিতরণ