সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জোড়াপুল আদর্শ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খেলার মাঠ ‘প্রান্তর’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। আজ রোববার (১০ মার্চ) দুপুরে তিনি এ খেলার মাঠ উদ্বোধন করেন এবং মাঠের পাশেই একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন। এসময় জেলা প্রশাসক আশ্রয়ন কেন্দ্রের ১৭৩টি পরিবারের খোঁজ খবর নেন ও তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। ইতিমধ্যে জোড়াপুল আদর্শ আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের জন্য একটি মসজিদ, কবরস্থান, পুকুর ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে।
পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সংলগ্ন কাঠালিয়া অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।
এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, রাজাপুর উপজেলা নির্বহী অফিসার ফাতিহা ইয়াসমীন, চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিপুল কুমার বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন।