রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনায় নিহত কলেজ ছাত্র আরিফ হোসেন হত্যা মামলার অন্যতম আসামি নব-নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মজিবর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত দেড়টার দিকে বাগেরহাট জেলার শরনখোলার সুন্দরবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মজিবর রহমান হত্যার মামলার নেতৃত্ব প্রদানকারী (এজাহারভুক্ত) আসামি।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত আরিফ হোসেনের পিতার দায়ের করা হত্যায় মামলার অন্যতম নেতৃত্ব প্রদানকারী আসামি নব-নির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাগেরহাটের শরনখোলার সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২১ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী সহিংসতায় ২২ জুন সন্ধ্যা রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত ইউপি সদস্য (মেম্বর) মজিবর রহমানের সমর্থকদের সাথে পরাজিত মেম্বর প্রার্থী জিয়াউল হক ফারুক মিয়ার সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্র আরিফ হোসেন নিহত হয়। এ ঘটনায় নিহত আরিফ হোসেনের পিতা মো. শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে কাঠালিয়া থানায় ২২ জন ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পরপরই চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিল ছোনাউটা গ্রামের মামলার প্রধান আসামী মো. আ. আলিম সিকদার, একই গ্রামের মো. আ. মালেক সিকদার, মো. সিরাজ হাওলাদার, মো. শাহজাহান হাওলাদার।