শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সহ সভাপতি মো. ফারুক হোসেন খান প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
https://youtu.be/mOVyQxl1MQ0