বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি (ভার্চুয়ালী) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেলিম হাওলাদার, বিমল চন্দ্র সমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ জেনিভ সিকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস, মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদ আহম্মেদ জিসান সিকদার ও সাধারণ সম্পাদক মাসুদ খানসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।