বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

কাঠালিয়ায় আওয়ামীলীগ নেতার দখল থেকে সরকারি খাল উদ্ধার

কাঠালিয়ায় আওয়ামীলীগ নেতার দখল থেকে সরকারি খাল উদ্ধার

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ (বাদল) তার বাড়ী সংলগ্ন পাটিখালঘাটা খালে বাঁধ ও পাইলিং দিয়ে গত তিন বছর যাবৎ নিজের সম্পত্তি দাবি করে ভোগ দখল করে আসছিলেন।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মো. রাকিব হোসেন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারসহ প্রশাসনের একাধিক ব্যক্তি উপস্থিত থেকে ওই খালের বাঁধ কেটে দখল মুক্ত করেন।

আজ সোমবার (২৫ অক্টোবর) দুপুরে পানি উন্নয়ন বোর্ড বরিশালের উদ্যোগে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

জানাযায়, দীর্ঘ তিন বছর যাবৎ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ (বাদল) খালটিকে ভরাট করে নিজের সম্পত্তি দাবি করে সাইনবোর্ড টানিয়ে দেন।

ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় জনগন কৃষি, মৎস্যসহ নানা সমস্যায় পড়েন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বাঁধ কেটে এবং খালটি দখল মুক্ত করেন।

এ সময় ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana