বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে মাধ্যমিক ও প্রাথমিকের অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
মাধ্যমিক পর্যায়ে মো. সফিকুল ইসলাম (১০৪ ভোট) ও মো. আব্দুল হালিম হাওলাদার (৯৫ ভোট) পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত আসনে নির্বাচিত হয় সুখী রায়হান (১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাধ্যমিকে অভিভাবক সদস্য পদে ৭জন প্রতিদ্বন্ধীতা করেন। প্রাথমিক পর্যায়ে ৪জন প্রতিদ্বন্ধীর মধ্যে মিনাল ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জাকির খান ও সঞ্জয় বেপারী ১৩ ভোট করে পাওয়ায় তাদের কোন সিদ্ধান্ত হয়নি।