শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

কাঠালিয়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ১নং চেঁচরিরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে মো. মোসলেম হোসেনের এর বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ভূক্তোভোগী পরিবারটির দাবি প্রায় ৫ লাখ টাকায় ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাতের এখন পর্যন্ত সঠিক কোন কারণ জানাযায়নি। তবে স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয়রা জানান,আগুনের খবর শুনে আমার ওই বাড়িতে যাই। তখন আগুনের লেলিশিখা উপরের দিকে উঠতে ছিলো। প্রচন্ড তাপের কারণে কাছে যাওয়া সম্ভব হয়নি। মুহুর্তের মধ্যে আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ইউপি সদস্য মো. মান্নান হাওলাদার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছিয়েছি। তবে আমি গিয়ে দেখি ততখনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana