শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ জুন) বিকালে জেলা প্রশাসক মো. জোহর আলী ক্ষতিগ্রস্ত ১৯ জনের মাঝে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরজীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৭টায় দিকে উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে কৈখালী বাজারের দোকান ও আবাসিক ঘরসহ সম্পূর্ণ ও আংশিক ৪৩ টি ঘর পুড়ে যায়। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।