সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
নাসির উদ্দিন আকাশ:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া পূর্বপাড় সরদার বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে (পাওনা টাকা চাওয়ায়) মঙ্গলবার সকাল থেকে রাত সাতটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, গত মঙ্গলবার সকালে উপজেলার আমুয়া উত্তরপাড় মৎস্য আড়তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে (পাওনা টাকা নিয়ে) মাছের আড়ৎদার ওহাব সরদার ও মাছ ব্যবসায়ী আরিফ সরদারের সাথে কথা কাটাকাটি হয়।
পরে বিকাল ৫টার দিকে ওহাবের পুত্র বরিশাল পলিটেকনিক্যাল কলেজের প্রথম বষের্র ছাত্র মো. জিল্লুর সরদারকে হাসপাতাল সংলগ্ন রিভার ভিউ ক্লিনিকের সামনের সড়কে আরিফের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে আহত করে। এলাকাবাসী আহত জিল্লুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে শালিশ বৈঠকের সিদ্ধান্ত হলেও পুনরায় আরিফ ও তার ১০/১২ জনের একটি দল সরদার বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। এসময় সালাম সরদার (৬০) ও তার পুত্র রিয়াজ সরদার (৩০) আহত হয়।
এ মারামারির খবর পেয়ে এগিয়ে আসলে ওহাব সরদার (৫০) ও তার ছেলে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফাইজুর সরদার (১৭), এসএসসি পরিক্ষার্থী রাব্বি সরদার (১৫) শাহারুম সর্দার (৩৫) কামরুল সরদার (৩২) তারাও হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হন।
আহতদের মধ্যে ৫জনকে আমুয়া হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা আমুয়া হাসপাতালে ভর্তি আছে। অপর পক্ষের আকলি বেগম (৫০) ও হৃদয় ( ১৮)আহত হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যান। ঘটনার পরপরই কাঠালিয়া থানা পুলিশের এস আই আহসানেন নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদেন খোঁজ খবর নেন। আহতর ভাই মোঃ আব্দুল হাই সরদার জানান, মারামারির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।