বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে প্রতারনা ও অর্থ আত্মশাত

কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে প্রতারনা ও অর্থ আত্মশাত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৬৯ নং উত্তর বাঁশবুনিয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুম মিয়ার বিরুদ্ধে প্রত্যারনা ও অর্থ আতœশাতের অভিযোগ প্রশাসনের তদন্তে প্রমানিত হয়েছে।

গত ৫ বছর ধরে প্রধান শিক্ষক সাহারুম মিয়া উপজেলার বিভিন্ন মানুষের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে টাকা নেওয়া, নিলামের (টেন্ডারের) আগে সরকারি ভবন বিক্রি, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ না করা, শিক্ষা অফিসারের সাথে খারাপ আচারণ এবং নারী কেলেংকারিসহ নানা অপকর্ম করে আসছেন।

এসব ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে, জেলা প্রশাসক আশরাফুর রহমান এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলামকে প্রধান করে তিন সদস্য’র তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এস,এম দেলোয়ার হোসেন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম।

কমিটির সদস্যরা সরেজমিনে তদন্ত এবং ভুক্তভোগীদের লিখিত স্বাক্ষী প্রমাণ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেদন দাখিল করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের বরাবরে প্রেরণ করেন।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গত ৩ ফের্রুয়ারী জেলা প্রশাসক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রেরণ করেন। বিষয়টি আজ রোববার জানাজানি হয়।
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সাহারুম মিয়া ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মৃত্যু আবদুর রশীদ হাওলাদারের ছেলে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সাহারুম মাস্টারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোন (০১৭১৪-৬১৮২০৪) একাধিবার কল করলেও তা তিনি রিসিভ করছেনা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana