শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্যদের হাতে আজ সোমবার সকাল ১১ টায় ১২ জন ইউপি সদস্যদের সম্মানি ভাতার চেক বিতরন করা হয়েছে।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন এ চেক বিতরণ করেন প্রত্যেক ইউপি সদস্যকে দুই মাসের সম্মানী ভাতা বাবদ ৮৮০০ টাকার চেক বিতরণ করেন। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আব্দুল কাইয়ুম, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কবির হোসেন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল শরীফ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম তালুকদার, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিল্লাহ ও সংরক্ষীত নারী সদস্য মোসাঃ শানাজ পারভিন, মোসাঃ রেশমা আক্তার কানিজ ফাতেমা, হাতে পরিষদের অংশের সন্মানি ভাতার চেক এবং পরিষদের নিজশ্ব তহবিলের অনুকুলে কর্মচারী দের হাতে বেতন হস্তান্তর করা হয়েছে। বিতরণের সময় অত্র ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান খান ও অফিস সহকারী কাম কম্পিউটার মোঃ আমিনুল ইসলামসহ পরিষদের সকল লোকজন উপস্থিত ছিলেন।