মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

কাঠালিয়ায় ১১ মাসে কুরআনের হাফেজ হলেন শিহাব

কাঠালিয়ায় ১১ মাসে কুরআনের হাফেজ হলেন শিহাব

কাঠালিয়ায় ১১ মাসে কুরআনের হাফেজ হলেন শিহাব

ঝালকাঠির কাঠালিয়ায় নাজরানা বিভাগে পড়ার মাত্র ১১ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন সাংবাদিক পুত্র শিহাব মাহমুদ। দ্রুত সময়ে ৩০ পাড়া কুরআন হিফজ (মুখস্ত) করেন ৯ বছরের এ শিশু। এতে আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠানে তাকে পাগড়ি পড়ানো হয়। ওই অনুষ্ঠানে শিহাবসহ আরো আটজনকে পাগড়ি পড়ানো হয়।
হাফেজ শিহাব মাহমুদ দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো.শহীদুল ইসলাম ও শিক্ষিকা মাহমুদা আক্তারের ছেলে।

মা মাহমুদা আক্তারের পেশাগত কারণে কাঠালিয়ায় বসবাস করেন। তাদের স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামে। সেই সুবাদে শিহাব মাহমুদ কাঠালিয়া সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় পড়াশুনা করছে। শিহাব ২০১৬ সালের ১ জানুয়ারী জম্ম গ্রহন করেন।

শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিহাবের পিতা সাংবাদিক শহীদুল ইসলাম বলেন, সন্তান আমাদের স্বপ্ন পুরণ করেছে।  মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, স্কুল শিক্ষিকা মা মাহমুদা আক্তার বলেন, আমরা খুবই আনন্দিত।  হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবদুল কাদের বলেন, আশা করছি, শিহাব কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ বিদেশে মাদ্রাসার সুনাম বয়ে আনবে।

আরও পড়ুন : খুবই মূল্যবান ৩০টি ছোট হাদিস যা সবার পড়া উচিৎ

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana