শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমার বিরোধের জেরে ডালিয়া বেগম (৩২) নামের এক গৃহবধুর হাঁস মুরগীকে কীটনাশক খাওইয়া মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (২৬ ফের্রুয়ারী) সকালে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু ডালিয়া বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামের আবদুর রহমান খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বংশের শাহিন খানের। এর জেরে আসামীরা খাবারের সাথে কীটনাশক মিশিয়ে ঘরের পাশে ছিটিয়ে রাখে। সকালে ওই কীটনাশক খেয়ে শাহিন খানের স্ত্রী ডালিয়া বেগমের ৭টি হাঁস ও ১৬টি মুরগী ঘটনাস্থলেই মারা যায়। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন তার স্বামী শাহিন খান ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। এ সুযোগে আসামীরা তাদের জমি জোর করে দখল করে নেয়। জমি ছেড়ে দিতে বললে, প্রাণ নাশের হুমকি দেয় আসামীরা।
চোঁখের সামনে হাঁস মুরগী ছটফট করে মরতে কান্নায় ভেঙ্গে পড়েন গৃহবধু ডালিয়া বেগম।
জমি ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ থাকার কথা স্বীকার করে, আবদুর রহমান খান বলেন, হাঁস মুরগী মারা ঘটনায় তারা জড়িত নয়।
থানার ওসি মংচেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।