বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সুলতান আহম্মদ খান হত্যা মামলার আসামি মনির হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন সুলতান আহম্মদের ছেলে মো. হারুন অর রশিদ খান।
উত্তর আরোবুনিয়া গ্রামের মনির হোসেন হাওলাদার, তার ভাই মো. স্বপন হাওলাদার ও শহীদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে সুলতান আহম্মদ খানের।
গত শনিবার ওই জমি নিয়ে বিরোধের জেরে সুলতানের পরিবারের ওপর হামলা চালায় আসামিরা। এ সময় সুলতানসহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সুলতান আহম্মদ খানকে মৃত ঘোষণা করেন।
ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।