মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

কাঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ কারাগারে

কাঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ কারাগারে

কাঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ কারাগারে

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় রেন্ট-এ-কার চালক মো. সাগর হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে হামলা, মরধর, রক্তাক্ত জখম ও মটর সাইকেল ভাংচুরের মামলার প্রধান আসামি আরিফ মো. মাসুম বিল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আরিফ মো. মাসুম বিল্লাহ শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ শৌলজালিয়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে এবং যুবদল কর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. সেলিম রেজা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সাগর হাওলাদার শ্বশুর বাড়িতে বসবাস করায় আসামিরা ক্ষুব্ধ ছিল। তারা প্রায়ই তার সঙ্গে তর্কে জড়াত এবং শ্বশুরবাড়ি ছাড়ানোর জন্য চাপ সৃষ্টি করত মাসুম বিল্লাহ ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় ১২ জুলাই ২০২৫ তারিখ রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মুন্সিরাবাদ ব্রীজের ওপর সাগরের পথরোধ করে আসামিরা। পরে তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে একটি হাত ভেঙে ফেলে এবং এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার সময় তার কাছে থাকা ১৯ হাজার ৬শ টাকা ছিনিয়ে নেয় এবং লক্ষাধিক টাকার মোটর সাইকেলটি ভাঙচুর করে আসামীরা। এ ঘটনার পর গত ১৭ জুলাই মো. সাগর হাওলাদার বাদী হয়ে আরিফ মো. মাসুম বিল্লাহকে প্রধান আসামি করে (১৪৩, ৩৪১, ৩০৭, ৩২৩, ৩২৫, ৩৭৯, ৪২৭ ও ৫০৬) ধারায় কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আ. কাইয়ূম বলেন, “মাসুম বিল্লাহ এক বছরের অধিক সময় ধরে বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে তার সম্পৃক্ততা রয়েছে। চাঁদা না দেওয়ায় সাগরকে মারধর ও মটর সাইকেল ভাঙচুরের ঘটনার নেতৃত্ব দেয় মাসুম।”

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana