বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূঁইয়া কাউন্সিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কাঠালিয়া উপজেলা শাখার প্রধান কার্যালয় দুপুর ১২ টায় কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার এর সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সভায় কন্ঠভোটে পূর্ব পাটি খালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান পলাশ সভাপতি, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত)প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন সাধারণ সম্পাদক, মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় দক্ষিণ চেচরী আদর্শ মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির,আলহাজ্ব কে এইচ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাইনূল ইসলাম মিলন, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সেলিনা পাপড়ি, সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, মোঃ সোহেল জমাদ্দার, মোঃ মনজুরুল ইসলাম সুজন, মোঃ ছিদ্দিকুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।