বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে রাতের অন্ধকারে অসাধু জেলেরা অবৈধভাবে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা শিকার করছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চলে এ অনৈতিক কার্যকলাপ। এসব পোনা মাছ নামে মাত্র দামে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করছেন তারা।
স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, কিছু অসাধু জেলে রাতের মধ্যভাগে নদীতে বেহুন্দী জাল ফেলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির পোনা শিকার করছে। যা ছোট নৌকায় করে পাড়ে এনে স্থানীয় বাজার বা বাড়িতে বিক্রি করছে ৫০-৮০ টাকা কেজি দরে।
উপজেলা পশ্চিম আউরা গ্রামের আলফুন নাহার বেগম বলেন, সব সময় মাছ বাজার থেকে কিনতে হয়। তবে ইলিশের ছোট পোনা মাছ নৌকায় করে বাড়িতে নিয়ে আসেন জেলেরা। দামও বাজারের অন্যান্য মাছের তুলনায় অনেক কম। আমি কিছুদিন আগে ২ কেজি ১৪০ টাকায় কিনেছি।
স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশ সচেতন মহল বলছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে পোনা নিধন বন্ধ না হলে ভবিষ্যতে এ নদী থেকে ইলিশ পাওয়া কঠিন হয়ে পড়বে। অথচ এ পোনাগুলিই যদি প্রাপ্ত বয়স্ক হতে পারত, দেশের ইলিশ উৎপাদনে তা হতো বিরাট অবদান। প্রশাসনের কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধি না করলে এই অবস্থার পরিবর্তন ঘটবে না। এভাবে পোনা নিধন চলতে থাকলে শুধু ইলিশই নয়, সার্বিকভাবে নদীর জীব বৈচিত্রও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করেতেন তারা।
কাঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, বিষয়টি আমাদের নজরে আছে এবং গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব শিগ্রই অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।