বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁ*স দিয়ে ছেলে মোঃ শান্ত হাওলাদার (১৯) নামের এক শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যায় মৃ*ত্যু হয়েছে বলে জানাগেছে। গতকাল বুধবার রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোঃ শান্ত হাওলাদার ওই গ্রামের মো. আমির হাওলাদার ও রেক্সোনা বেগমের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, শান্ত হাওলাদার পূর্ব থেকেই কিছুটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। গতকাল তার মায়ের নিকট টাকা চাওয়ার ফলে তার মা টাকা দিতে অস্বীকৃতি করায় মাকে ঘর থেকে বাহির করে দেয়। পরবর্তীতে ঘর তালাবদ্ধ অবস্থায় ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁ*স দিয়ে আ*ত্মহ*ত্যা করে। এসময় স্থানীয় লোকজন দরজা ভেঙ্গে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।