বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার মামলায় দিপক বড়াল (৪০) কে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল। গতকাল রোববার দিবাগত রাত ৪টার দিকে তাকে উপজেলার বানাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত দিপক বড়াল উপজেলার আমুয়া ইউনিয়নের বিলছোনাউটা গ্রামের শ্রী ধীরেন চন্দ্র বড়াল ছেলে।
র্যাব জানায়, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী (৭০) এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মামলার প্রধান ডাকাত সরদার দিপক বড়ালকে রোববার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। বরিশাল র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল উপজেলার বানাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, গত ২০/০৩/২৪ ইং তারিখ রাতে বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী (৭০) এর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রক্ষিত মোট ২০ ভরি স্বর্ণ, নগদ ৯২,০০০/— (বিরানব্বই হাজার) টাকা, একটি মোবাইল ও সিসি ক্যামেরার ডিভিআর লুণ্ঠন করে নিয়ে যায় ডাকাতরা। পরে বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। থানার দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেফতারকৃত আসামীর উক্ত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং ঘটনার পর থেকে আসামী পলাতক থাকায় আসামীকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব—৮ এ একটি আধিযাচন পত্র প্রেরণ করেন।
এর পরিপেক্ষিতে র্যাব—৮ বরিশাল ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামী উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে এবং জানায়, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও আসামির নামে কাঠালিয়া থানায় পৃথক ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী দিপক বড়ালকে কাঠালিয়া থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের খুন ধর্ষণ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।