শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ফারুক হাওলাদার নামের এক কৃষক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ফারুক হাওলাদার (৫০) উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মৃত্যু হাতেম আলী হাওলাদার ছেলে ও এক সন্তানের জনক ছিলেন।
নিহতের স্বজন আবদুল হাই জানান, সোমবার দুপুরে বাড়ীর পাশের ধান ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যায় ফারুক মধ্যে হাওলাদার। এসময় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।