শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও ইউপি মেম্বার মো.শামসুল আলমের দলীয় পদ স্থাগিত করা হয়েছে।
আজ সোমবার (১১ আগষ্ট) উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন ও সাধারন সম্পাদক আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক চিঠিতে এ স্থাগিত আদেশ দেওয়া হয়।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি মো.শামসুল আলমের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থাগিত থাকবে। তবে চিঠিতে কোন কারণ উল্লেখ করা হয়নি।