মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কঠোর নজরদারিতেও থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। গত ২৪ ঘণ্টায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় ২২ কেজি ডিমওয়ালা মা ইলিশ উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত ইলিশ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, “গত ২৪ ঘণ্টায় বিষখালী নদীতে বিশেষ অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল নদীতে ফেলে পালিয়ে যায়। পরে আমরা নদী থেকে ২৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২২ কেজি মা ইলিশ উদ্ধার করি। উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।”
প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকলেও, এখনও গোপনে কিছু অসাধু জেলে প্রতিদিন মা ইলিশ শিকার করছে বলে জানিয়েছেন নদীর তীরের বাসিন্দারা।