মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকতের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার বাসষ্ট্যান্ডে তাদের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।
বক্তব্যে তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে গত ১১ নভেম্বর ঢাকার ভাষানী ক্লাবে সাবেক বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
তিনি আরও বলেন রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে কাঠালিয়া-রাজাপুর থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থী ছিলেন। তিনি একজন সৎ ও নির্বীক লোক। তার নেতৃত্বে কাঠালিয়া-রাজাপুর ও ঝালকাঠি জেলা বিএনপি সংগঠিত আছে।