সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
প্রতিবেদক, সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে দিনব্যাপী সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সচিব, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, ইমাম, পুরোহিত, শিক্ষক, নারী নেত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার ২৫জন মানুষ অংশ নেন।
দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক, বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অডিনেটর মায়মুনা আক্তার রুবি। বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশাল অঞ্চলের সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতের আমীর মো. মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, আমুয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, সাবেক জেলা পরিষদ সদস মো. শাখাওয়াত হোসেন অপু, নলছিটি উপজেলা সুজনের সাধারন সম্পাদক ও কর্মশালার প্রশিক্ষক মো. আমির হোসেন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষক মো. হাদিউজ্জামান সুজন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মো. সাইদুর রহমান, ইয়ুথ লিডার সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর প্রমূখ।
আরও পড়ুন : কাঠালিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত