শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জোবায়ের হোসেন নামের এক দেড় বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে।
গতকাল বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরে ব্যবসায়ী আতাহার আলীর পুরাতন বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হোসেন উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামের নুরুল আলমের ছেলে। কাঠালিয়া সদরে ভাড়া বাসায় বসবাস করেন নুরুল আলম।
স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে খেলতে খেলতে নিখোঁজ হয় শিশু জোবায়ের। খোঁজাখুজির পর সন্ধ্যায় বাসার পাশের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে জোবায়েরকে ভাষতে দেখে স্থানীয় লোকজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন
কাঠালিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কাঠালিয়ায় আওয়ামী লীগ নেতাকে কু’পি’য়ে হ’ত্যা