সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ঘরে ঢুকে মাছ ব্যবসায়ী তাজনেহার বেগম তাজুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত শনিবার রাতে তার ভাই দক্ষিণ কৈখালী গ্রামের শুকুর আলী হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খানায় মামলাটি করেন।
মামলা থেকে জানা গেছে, নিহত তাজনেহার বেগম তাজু শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের মৃত্যু মেরাজ আলী হাওলাদারের মেয়ে। তার তিন মেয়ে, দুই ছেলে সন্তান রয়েছে।
তিনি কাঠালিয়া উপজেলার সদরের বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন এবং বাসষ্ট্যান্ডে মাছ বিক্রি করতেন।
গত বুধবার রাত ১০টার দিকে মাছ বিক্রি শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে তার বৃদ্ধ মা রাশেদা বেগম বাসায় গিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছে তাজু। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, তাজনেহার বেগম তাজু অনেক ভালো মানুষ ছিলেন। তাকে হত্যা করার বিষয়টি অত্যান্ত মর্মাহত । তার হত্যাকারী আসামীদের দ্রুত গ্রেফতার না করা হলে মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালন করবেন বলেও জানান তারা।
কাঠালিয়া থানার ওসি মং চেনলা জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তদন্ত চলছে।