বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে এ মেলা সম্পন্ন হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার আযিম, একাডেমিক সুপারভাইজার মো.আমিনুল ইসলাম, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেহেনা খানমসহ বিভিন্ন স্কুলের প্রধানগণ।
পরে কলেজ পর্যায় সেরা স্টল আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ, ২য় কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ও তৃতীয় মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ।
স্কুল পর্যায়ে সেরা আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, ২য় কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় বানাই মাধ্যমিক বিদ্যালয়।