সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে ধারাবাহিক অনুপস্থিত থাকায় ওই তিন ইউনিয়নে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যানরা।
জেলা প্রশাসকের কার্যালয় ( স্থানীয় সরকার শাখা) থেকে গত সোমবার (৭ অক্টোবর) জেলা প্রশাসক আশরাফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে অনুপস্থিত তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্থলে তিন ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
এরা হচ্ছেন ২নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোস্তফা কামাল, ৩নং আমুয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো.নকিরুল ইসলাম ও ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষনের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো.পনির হাওলাদার। আদেশে বলা হয়েছে, জনসেবা অব্যাহত রাখতে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যানরা।