শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, সদস্য নবায়ন, জাতীয় সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাঁতীদলকে গতিশীল করতে প্রতি ইউনিয়নে কর্মী সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা তাঁতীদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা তাঁতীদলের সভাপতি মো. বাচ্চু হাসান খান ও প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এ্যাড. মো. বাদশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা তাঁতীদলের সিনিয়র সহসভাপতি মো. ওয়াহেদুজ্জামান ফিরোজ, ঝালকাঠি জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, ঝালকাঠি জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা তঁতীদলের আহবায়ক মো. শাহ আলম এবং সঞ্চালনায় ছিলেন কাঠালিয়া উপজেলা তঁতীদলের সদস্য সচিব মো. আল আমীন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন তাঁতীদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।