বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়াপোল এলাকায় আদর্শ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারের নামাজ পড়ার জন্য জামে মসজিদ নির্মাণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। তিনি নিজ উদ্যোগে ব্যক্তিগত ও বিভিন্ন প্রকল্পের অর্থে এ মসজিদ নির্মাণ করেন। মঙ্গলবার(১৯ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ মসজিদে মাগরিব নামাজ আদায় করা হয়। পরে মুসুল্লীদের নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সঞ্চয় দাস, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শাহিন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহ নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন বলেন, আমি কাঠালিয়া যোগদানের পর এ আশ্রায়ন প্রকল্পে এসে নামাজের ওয়াক্ত হলে নিকটবর্তী কোন মসজিদ না থাকায় প্রকল্প অভ্যন্তরে যত দ্রুত সম্ভব একটি মসজিদ নির্মাণ করার উদ্যোগ নেই। প্রথমে ব্যক্তিহত অর্থ দিয়ে কজ শুরু করি এবং পববর্তীতে বিভিন্ন ছোট ছোট প্রকল্প থেকে অল্প অল্প করে আল্লাহর অসীম রহমাতে আজ মসজিদটি উদ্বোধন ও আশ্রায়নের মুসল্লীদের নিয়ে নামাজ পড়তে পেরে নিজকে ধন্য মনে করছি। উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি বলেন, মসজিদটি আপনাদের এবং রক্ষাণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।
আশ্রয়নের ২৭৩টি পরিবারের প্রায় এক হাজার বাসিন্দাদের জুমাসহ অন্যান্য নামাজ আদায় করার জন্য আধুনিক সুযোগ-সুবিধা( সেমি পাকা ভবণ, ৪০ফুট দৈর্ঘ্য ও ৩৫ ফুট প্রস্ত, ফ্লোর টাইলস ও উপরে সিলিং) সম্বলিত মসজিদ এবং মসজিদ সংলগ্ন সীমানা প্রাচীর বেষ্টিত বড় একটি কবর স্থান নির্মাণ করায় মানবিক ও গরীবের ইউএনও মোঃ নেছার উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্থানীয় মুসল্লী ও বাসিন্দারা।