মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ (খাদ্যশষ্য) সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের ২শ ১৪ জন জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার, ইউনিয়ন প্রশাসনিক অফিসার স্বপন কুমার ওজা, মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি মো. নাসির উদ্দিন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান সিকদার, মো. মাহমুদুল হাসান স্বপন, মো. জায়দুল আলম খান, মো. নুরুল আলম মিলু,বাদল মাহমুদসহ অন্যান্য সদস্যগন।
উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার জানান, ইলিশ আহরণ বন্ধ থাকায় উপজেলার ৬ ইউনিয়নে ৯ শ ২৪ জন জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এর মধ্যে চেঁচরীরামপুরে ৩৮জন, পাটিখালঘাটা ২৮, আমুয়া ১৮৯, কাঠালিয়া সদর ২১৪, শৌলজালিয়ায় ২৮০ এবং আওরাবুনিয়া ইউনিয়নে ১৮০ জন জেলে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি খাদ্য সহায়তা পেয়েছেন।