বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সকাল ১১টায় এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. আমিনুল ইসলাম, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ণ অফিসার মো. কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মাওলানা মো. মজিবুর রহমান ও সিনিয়র শিক্ষক সেলিনা পাপড়ি প্রমূখ।
এসময় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।