শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৮২ নং পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মারুফ সিকদার নামের এক ছাত্রকে জুতাপেটা করার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ মে) সকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
মানববন্ধন থেকে জানাযায়, গত বুধবার স্কুল চলাকালীন টিফিন বিরতির সময় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মারুফ সিকদারের সাথে ৩য় শ্রেণির শিক্ষার্থী মারুফের তর্ক-বিতর্ক হয়। পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী মারুফ প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথের কাছে অভিযোগ করলে তিনি স্কুলের বাথরুমে ব্যবহৃত জুতা দিয়ে মারুফ সিকদারকে জুতাপেটা করেন। পরে ঘটনাটি অভিভাবকরা জানলে প্রধান শিক্ষকের এমন কাজের জন্য বিচারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ভূক্তভোগী শিক্ষার্থী মো. মারুফ সিকদার, নানা মোঃ ইদ্রিস আকন, নানী কহিনুর বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সহ সভাপতি আ. হালিম, মাওলানা মো. জাকারিয়া, দাতা সদস্য মো. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এসময় তারা অভিযোগ করে জানান, ইতিপূর্বেও প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ ৫ম শ্রেণির ফাহিমা আক্তার নামের এক শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেন। তার ওই ন্যাক্কার জনক ঘটনার বিচার না হওয়ায় এমন আচরনের পুনরাবৃত্তি ঘটে। তাই প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ ওই ছাত্রকে জুতাপেটা করার বিষয়টি স্বীকার করেন নাই।