বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় চুরি যাওয়া দুটি গরুসহ হাচিবুর রহমান নামের এক চোরকে আটক করেছে পুলিশ ৷
গত সোমবার রাতে থানার এসআই মো. আল-আমিন ও প্রকাশ চন্দ্রের নেতৃত্বে বরগুনার বেতাগী থানা পুলিশের সহায়তার বেতাগী উপজেলার কাজিরহাট বদনীখালী সড়কের পাশ থেকে দুটি গরুসহ চোরকে আটক করা হয়।
এসময় গরু ‘বহনকারি একটি ট্রলার টেম্পু জদ্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মং চেনলা ৷
মামলার বিবরণে জানা গেছে, গত শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মো. আ. সালাম হাওলাদারের গোয়াল থেকে লক্ষাধিক টাকা মূল্যের দুটি যাড় গরু চুরি হয়। অনেক খোজাখুজি করেও গরু দুটি পাওয়া যায়নি । একদিন পরে গরুর মালিক মো.আ.সালাম হাওলাদার বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে থানা পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী করে সোমবার রাতে বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজীরহাট বদনীখালী সড়কের পার্শ্ব থেকে দুটি গরুসহ পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার গালুয়া এলাকার শাহআলমের ছেলে চোর হাচিবুর রহমান (৩২) আটক করা হয়।