মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা মো. আনিচুর তালুকদারের ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মো. আসাদুল জামাল সিফাত তালুকদার (১৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিফাত কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
মরহুম সিফাত মৃত্যুকালে দাদা-দাদী, বাবা-মা, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন আছর নামাজবাদ সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা জানান, প্রাণবন্ত এই শিক্ষার্থীর বিদায়ে তারা গভীরভাবে শোকাহত। বিদ্যালয়ের শিক্ষকরাও তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।