সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বড় বাড়ির মো. হারুন হাওলাদারের একটি কুটার কুড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দূর্বৃত্তরা এ আগুন লাগিয়ে দেয়। ক্ষতিগ্রস্থ মো. হারুন হাওলাদার পশ্চিম আউরা গ্রামের বড় বাড়ির মৃত সৈয়দ আলী হাওলাদারের ছেলে।
ভূক্তোভূগী মো. হারুন হাওলাদার জানান, সন্ধ্যার পর আমি বাজারে যাওয়ায় কে বা কাহারা আমার কুটার কুড়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ধারনা করছি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই আগুন লাগিয়েছে। এতে আমার প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার ফাইটার মো. জুয়েল জানান, আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত জানাযায় নি। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।